বিবাহের পর নবদম্পতির জন্য দো‘আ


بَارَكَ اللهُ لَكُمَا وَبَارَكَ عَلَيْكُمَا وَجَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ-

উচ্চারণ: বা-রাকাল্লা-হু লাকুমা ওয়া বা-রাকা ‘আলাইকুমা ওয়া জামা‘আ বাইনাকুমা ফী খাইরিন।

অর্থ: (এই বিবাহে আল্লাহ তোমাদের জন্য বরকত দান করুন ও তোমাদের উপর বরকত দান করুন এবং তোমাদের উভয়কে কল্যাণের সাথে একত্রিত করুন)। -( ইবনু মাজাহ হা/১৯০৫; আহমাদ, তিরমিযী, আবুদাঊদ, মিশকাত হা/২৪৪৫, ‘দো‘আ সমূহ’ অধ্যায়-৯, ‘বিভিন্ন সময়ের দো‘আ সমূহ’ অনুচ্ছেদ-৭)

অথবা বলবে,
اَللَّهُمَّ بَارِكْ لَهُمْ
আল্লা-হুম্মা বা-রিক লাহুম (হে আল্লাহ! তুমি তাদেরকে বরকত দাও)।

বিয়ের খবর শুনে বরকে বলবে,
بَارَكَ اللهُ لَكَ
বা-রাকাল্লা-হু লাকা
 (আল্লাহ তোমাকে বরকত দান করুন!)। -(ইবনু মাজাহ হা/১৯০৬-০৭)

Post a Comment